শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রোগ্রামে ১ম ও ২য় সীতাকুণ্ডের দুই শিক্ষক

শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রোগ্রামে ১ম ও ২য় সীতাকুণ্ডের দুই শিক্ষক
শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রোগ্রামে ১ম ও ২য় সীতাকুণ্ডের দুই শিক্ষক

শিক্ষাঙ্গন ডেস্ক ।।

১২৪ তম জাতীয় শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রোগ্রামে ১ম ও ২য় স্থান অর্জন করলেন সীতাকুণ্ডের দুই প্রধান শিক্ষক। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর তত্ত্বাবধানে জাতীয়ভাবে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সরকারি এবং বেসরকারি মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের বাড়বকুন্ড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রথম স্থান এবং লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল দ্বিতীয় স্থান অর্জন করেন।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমটি আজ বুধবার (২৩ নভেম্বর) শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ নভেম্বর থেকে শুরু হওয়া ২১ দিনব্যাপী চলমান ট্রেনিং এ প্রতিষ্ঠান প্রধানগণের প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মৌখিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারই ভিত্তিতে সীতাকুণ্ডের বাড়বকুন্ড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রথম স্থান এবং লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল দ্বিতীয় স্থান অর্জন করেন।

সমাপনী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি অনুষ্ঠানের আয়োজন করে সেখানে মাউশির মহাপরিচালক নেহাল আহমদ প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন।

সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার বলেন, প্রতিষ্ঠান প্রধান দক্ষ হলেই যে কোন প্রতিষ্ঠান সঠিক ও সুন্দরভাবে পরিচালিত হয়। এজন্য অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়েছে। তবুও চেষ্টা করেছি সঠিক কাজটি করার জন্য। কারণ শিক্ষা নিয়ে কোন আপোষ নয়। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যেসব প্রতিষ্ঠানে প্রধান নাই সেখানে নিয়োগ দেওয়া হয়েছে । চেষ্টা করেছি সঠিক মেধার মূল্যায়ন করার জন্য।

খালেদ / পোস্টকার্ড ;