রাশিয়ায় রাস্তায় বরফ ঢালছে প্রশাসন

রাশিয়ায় রাস্তায় বরফ ঢালছে প্রশাসন
রাশিয়ায় রাস্তায় বরফ ঢালছে প্রশাসন

পোস্টকার্ড ডেস্ক ।।

রাশিয়ায় রাস্তায় ডিসেম্বরে বরফ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এবার দৃশ্যপট আলাদা। কেননা ১৮৮৬ সালের পর এমন ‘তপ্ত’ ডিসেম্বর আর দেখেনি মস্কো। তাই এবারের ডিসেম্বরে মস্কোর তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে ঠিকমতো তুষারপাতই হয়নি। তাই নতুন বছরের শুরুটা সাধারণ মানুষকে যাতে বরফ ছাড়া কাটাতে না হয়, তারই প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে অনেক বরফ জমে রয়েছে। তবে এগুলো প্রাকৃতিকভাবে জমেনি, মস্কোর প্রশাসন জমিয়েছে। ট্রাকে করে এনে টন টন কৃত্রিম বরফ ঢেলে রেখেছে রাস্তায়। মস্কোর মতো যেসব শহরে শীতকাল এলেই বরফ পড়তে শুরু করে, সেখানকার বাসিন্দাদের নতুন বছর উদযাপনের সঙ্গে তুষার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ফলে বরফ না পড়লে তাদের মন খারাপ করে। তাই নতুন বছরের শুরুতে যাতে কিছুটা হলেও শহরের বাসিন্দারা বরফ উপভোগ করতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে। মস্কোর এক বাসিন্দা জানিয়েছেন, ২৭ ডিসেম্বর সামান্য বৃষ্টি হয়েছিল, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি কিছু আর ভাগ্যে জোটেনি। ৩০ ডিসেম্বর সামান্য তুষারপাত হয়েছে, তবে তা এতই কম যে রাস্তায় জমার আগেই গলতে শুরু করে দিয়েছে। তাই সাধারণ মানুষের জন্য, প্রশাসন কৃত্রিম বরফ দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেই এমন হচ্ছে। স্পুটনিক।