বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে পারবেন

বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে পারবেন
বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে পারবেন

প্রবাস ডেস্ক ।।

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশ থেকে আগত কর্মীদের কাতারে প্রবেশ সাময়িকভাবে আরোপিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এ সময় কারো ভিসার (কাতার আইডি) মেয়াদ শেষ হলেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর কাতারে প্রবেশে তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

এক ব্রিফিং-এ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, যেসব কর্মী ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের চাকরির নিশ্চয়তা দেওয়ার বিষয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে উক্ত ব্রিফিংয়ে রাষ্ট্রদূতরা গুরুত্ব আরোপ করেছেন।

এর পরিপ্রেক্ষিত বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ/কোম্পানি বা কফিলের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আবারো অনুরোধ করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাতার থেকে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। তবে অত্যন্ত জরুরির ক্ষেত্রে, কাতার আইডির মেয়াদ বেশি দিন আছে কিনা কাতার ত্যাগের পূর্বে তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।