বাংলাদেশ ১৫ সদস্যের দল ঘোষণা , দলে মোসাদ্দেক-তাসকিন, নেই মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক ।।

বাংলাদেশ ১৫ সদস্যের দল ঘোষণা , দলে মোসাদ্দেক-তাসকিন, নেই মোস্তাফিজ
বাংলাদেশ ১৫ সদস্যের দল ঘোষণা , দলে মোসাদ্দেক-তাসকিন, নেই মোস্তাফিজ

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্ট দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং তাসকিন আহমেদ। তবে চোটের কারণে রাখা হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবে টাইগাররা।

বাংলাদেশ এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার আগে রশিদ খানরা টাইগারদের সঙ্গে একটি টেস্ট। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজের দলে থাকা তিন ক্রিকেটার তামিম ইকবাল, সৈয়দ খালেদ আহমেদ এবং মোস্তাফিজ নেই আফগানদের বিপক্ষে টেস্টে। টাইগার ওপেনার যে থাকবেন না তা আগেই নিশ্চিত ছিল। কারণ তিনি আছেন ছুটিতে। হাঁটুতে অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে না ওঠায় খেলা হচ্ছে খালেদ আহমেদের। আর মোস্তাফিজ ছিটকে গেছেন ইনজুরির কারণে। যদিও বড় কোনো চোটে পড়েননি তিনি। কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলনের সময় হালকা ব্যথা পেয়েছেন কাটার মাস্টার।

তবে বড় ধরনের ঝুঁকি এড়াতেই মোস্তাফিজকে রাখা হয়েছে টেস্ট দলের বাইরে এমনটা নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মোস্তাফিজ কিন্তু টানা খেলার মধ্যে রয়েছে। সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আছে। কয়েক দিন পর ভারত সফরও রয়েছে। কন্ডিশনিং ক্যাম্পে মোস্তাফিজ হালকা চোট পাওয়ার খবর পেয়েছি আমরা। এই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’ এদিকে মোস্তাফিজ-খালেদ চোটের কারণে ছিটকে গেলেও এবার দলের খাতায় ঠিকই নাম তুলেছেন তাসকিন।
 

বিপিএলে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েছিলেন টাইগার পেসার। এতে নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়নি তার। ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা মাটিতে সবশেষ টেস্ট খেলা তাসকিন অবশেষে নাম লেখালেন জাতীয় দলে।

প্রধান নির্বাচক জানান, চোট থেকে সেরে ওঠার পর নিজেকে প্রমাণ করেই দলে ফিরেছেন তাসকিন, ‘চোট থেকে ফিরে বিসিবি একাদশের হয়ে খেলেছে তাসকিন। বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচের সিরিজে বেশ ভালো করেছে সে। এখন ওর কোনো চোট নেই। তাই দলে নেওয়া হয়েছে তাকে।’

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ৭ উইকেট শিকার করে নির্বাচকদের নজর কেড়েছেন তরুণ অফস্পিনার নাঈম হাসান। এ ছাড়া বাড়তি ব্যাটসম্যানের কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে দুই টেস্ট খেলা অনভিজ্ঞ মোসাদ্দেককে। তামিমের অনুপস্থিতিতে ব্যাটিংভাগ সাজানো হয়েছে সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম এবং মুশফিকুর রহিমকে নিয়ে। স্পিনভাগে সাকিবের দলে তরুণ নাঈম ছাড়াও আছেন তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে শোনা যাচ্ছিল, তামিম না থাকায় আফগানদের বিপক্ষে টেস্ট দলে ডাক পেতে পারেন ইমরুল কায়েস। কিন্তু না। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। তবে বাদ দেওয়া হয়নি ইমরুলকে। ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় খেলা হচ্ছে না এই ওপেনারের। মিনহাজুল আবেদীন বলেন, ‘ইমরুলকে নিয়ে আমরা চিন্তা-ভাবনা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ হওয়াতে... সে হাসপাতালে আছে, ডেঙ্গু হয়েছে। এই কারণে ইমরুল এখন ক্যাম্পেও নেই, অনুশীলনেও নেই। আমরা আশা করছি, দ্রুতই সে খেলায় ফিরে আসবে।’