বাংলাদেশ সময় অনুযায়ী টি ২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে , টি ২০ ও টেস্টের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক ।।

বাংলাদেশ সময় অনুযায়ী টি ২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে , টি ২০ ও টেস্টের সূচি প্রকাশ
বাংলাদেশ সময় অনুযায়ী টি ২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে , সূচি প্রকাশ

আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার (৭ আগস্ট) টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তার আগে ১-২ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ৩০ আগস্ট বাংলাদেশে পা রাখা আফগানিস্তান জাতীয় দল।

টেস্ট সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে জাতীয় দল বাংলাদেশে আসবে। এরপর জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে ১১ সেপ্টেম্বর।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। ১৩, ১৪, ১৫, ১৮, ২০, ২১ ও ২৪ সেপ্টেম্বর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৪ তারিখের ফাইনালে উঠবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ১৩ ও ১৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে এবং ১৫ ও ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রসঙ্গত, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ ও ফাইনাল ম্যাচের ভেন্যু মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ফাইনালের আগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ।

তারিখ কার্যক্রম ভেন্যুঃ

৩০ আগস্ট আফগানিস্তান বাংলাদেশে পৌঁছাবে
১-২ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ: আফগানিস্তান একাদশ বনাম বিসিবি একাদশ এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৫-৯ সেপ্টেম্বর টেস্ট: বাংলাদেশ বনাম আফগানিস্তান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে বাংলাদেশে পৌঁছাবে
১১ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ: জিম্বাবুয়ে বনাম বিসিবি একাদশ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা
১৩ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ১ম ম্যাচ: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ২য় ম্যাচ: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৫ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৩য় ম্যাচ: বাংলাদেশ বনাম আফগানিস্তান শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৮ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৪র্থ ম্যাচ: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৫ম ম্যাচ: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২১ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৬ষ্ঠ ম্যাচ: বাংলাদেশ বনাম আফগানিস্তান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ফাইনাল ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর