ব্যাট ও বলে বঙ্গবন্ধু বিপিএলে সেরা পাঁচ

ব্যাট ও বলে বঙ্গবন্ধু বিপিএলে সেরা পাঁচ

ক্রীড়া ডেস্ক ।।

খুলনা টাইগার্স শিরোপা জিততে না পারলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ সপ্তম আসরে ব্যাট বা বল হাতে দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের খেলোয়াড়রা।

আসর শেষে সর্বোচ্চ রানের সিংহাসনে আছেন খুলনার প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ৪৯৫ রান নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। আগের আসরে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৫৫৮ রান করেছিলেন তিনি।

রুশোর চেয়ে মাত্র ৪ রান কম নিয়ে দুইয়ে আছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ ইনিংসে ৭০ এর ওপর গড়ে ৪৯১ রান করেছেন মুশফিক। এই রানে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ২২৭৪ রান নিয়ে শীর্ষে আছেন মুশফিক। দুইয়ে থাকা তামিম ইকবালের সংগ্রহ ২২২১ রান।

১৫ ইনিংসে সমান ৪৫৫ রান নিয়ে তালিকার তিন ও চারে আছেন রাজশাহীর দুই ব্যাটসম্যান লিটন দাস ও শোয়েব মালিক। ১১ ইনিংসে ৪৪৪ রান নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলা ডেভিড মালান।

অন্যদিকে বল হাতেও সেরা পাঁচের তিন জনই মাঠ মাতিয়েছে খুলনায় জার্সি গায়ের খেলোয়াররা।

সেরা পাঁচ বোলারের মধ্যে চারজনেরই উইকেটসংখ্যা সমান—২০টি। রংপুর রেঞ্জার্স দলগতভাবে চূড়ান্তভাবে হতাশ করলেও বল হাতে আলো ছড়িয়েছেন ফর্মে ফেরা মোস্তাফিজুর রহমান। আসরের ৪৬ ম্যাচ শেষে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মোস্তাফিজই অবস্থান করছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে।

রংপুর বাদ পড়ে যাওয়ায় মোস্তাফিজ খেলতে পেরেছেন মাত্র ১২টি ম্যাচ। আর এতেই ছাড়িয়ে গেছেন টুর্নামেন্টের বাকিসব বোলারদের। প্রথম দুই ম্যাচে খরুচে বোলিং করে ২ উইকেট পাওয়া মোস্তাফিজ, পরের ১০ ম্যাচে পেয়েছেন ১৮টি উইকেট। রান খরচেও ছিলেন বেশ কিপটে।

সবমিলিয়ে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, রান খরচ করেছেন ওভারপ্রতি ৭.০১ করে। টুর্নামেন্টে তার বোলিং গড় মাত্র ১৫.৬০। যা কি না চলতি আসরে কমপক্ষে ৫টি উইকেট নেয়া বোলারদের মধ্যে সেরা বোলিং গড়। আর এ কারণেই, চারজন বোলার সমান ২০টি করে উইকেট পেলেও উইকেট সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছে মোস্তাফিজের নাম।

মোস্তাফিজের সমান ২০টি করে উইকেট নিয়েছেন চট্টগ্রামের রুবেল হোসেন এবং খুলনা টাইগার্সের দুই বিদেশি পেসার মোহাম্মদ আমির ও রবি ফ্রাইলিংক। বোলিংয়ের সেরা পাঁচে অন্য নামটি আবার আরেক দেশি পেসার শহীদুল ইসলামের। খুলনা টাইগার্সের হয়ে খেলা এ ডানহাতি বোলারের শিকার ১৯টি উইকেট।

এছাড়া আসরে চমক দেখানো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা শিকার করেছেন ১৮টি উইকেট। যার মানে দাঁড়ায় বঙ্গবন্ধু বিপিএলে সেরা ছয় উইকেট শিকারির চারজনই হলেন বাংলাদেশি।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

১. মোস্তাফিজুর রহমান (রংপুর রাইডার্স) – ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (গড় ১৫.৬০)
২. মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স) – ১৩ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট (গড় ১৭.৭৫)
৩. রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ১৩ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (গড় ১৭.৮৫)
৪. রবি ফ্রাইলিং (খুলনা টাইগার্স) – ১৪ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (গড় ১৯.৬০)
৫. শহীদুল ইসলাম (খুলনা টাইগার্স) – ১৩ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট (গড় ২০.৮৪)