বাংলাদেশ-ভারত সীমান্তে রেড এলার্ট জারি

বাংলাদেশ-ভারত সীমান্তে রেড এলার্ট জারি

পোস্টকার্ড ডেস্ক ।।

জেমবি'র মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরা ভারত পালিয়ে যাবে এমন আশঙ্কায় ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে জারি করা হয়েছে লাল সর্তকতা।

২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি খুনের ঘটনায় ছয় জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ ঘটনায় সোমবার সানোয়ার আলী (৩৬), জাহাঙ্গীর আলম (৩৮) ও আব্দুস শুকুরকে(৩২) মৃত্যুদণ্ড দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে তিনজনকে।

সাজাপ্রাপ্ত সাতজনের মধ্যে ছয়জন পুলিশ হেফাজতে থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত সানোয়ার আলী পলাতক রয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত সানোয়ার এই সাজা ঘোষণা হওয়ার পরই গ্রেপ্তার হওয়ার ভয়ে বাংলাদেশ থেকে ভারতে দিকের পালানোর চেষ্টা করবে। ভারতে তাদের যথেষ্ট নেটওয়ার্ক রয়েছে । কোনো ভাবেই সাজাপ্রাপ্ত আসামিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে ওই কারণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পক্ষ থেকে সীমান্তে নজরদারি দ্বিগুণ করে দেয়া হয়েছে।

তবে এই বিষয়ে  বিএসএফ বা পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।