চট্টগ্রাম পুলিশের ৪১ জনের ওপর নজর মোবাইল অ্যাপে

চট্টগ্রাম পুলিশের ৪১ জনের ওপর নজর মোবাইল অ্যাপে

নিউজ ডেস্ক ।।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) মোবাইল অ্যাপ চট্টগ্রামের  নগরীতে বাসায় কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের গতিবিধি নজরে রাখবে । চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬টি থানায় এই অ্যাপটির কার্যক্রম শুরু হয়েছে। এই অ্যাপ ইনস্টল করে দিয়ে চট্টগ্রাম নগরীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪১ জনের ওপর নজরদারি চলছে।

‘Stay Home, Stay Safe’ নামের অ্যাপটি যারা ইতিমধ্যে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এবং বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদের মোবাইলে ইনস্টল করে দেওয়া হবে। অ্যাপটির ‘জিও ফেন্সিং’ প্রযুক্তির মাধ্যমে জানা যাবে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা বাসা থেকে বের হচ্ছেন কিনা কিংবা কোথায় যাচ্ছেন— এ ধরনের বিভিন্ন তথ্য। তথ্যগুলো সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে আর কতোদিন তাদের থাকতে হবে— সেই সময়ও জানাবে অ্যাপটি। এমনকি অ্যাপটি যদি কেউ আনইনস্টলও করে দেন, তাহলে সেই তথ্যও সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে চলে আসবে।

ইনোভেইস টেকনোলজিসের তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তবে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে দেখা যায়, সারা বিশ্বেই এ ধরনের নজরদারি অ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে সাধারণ ও সুস্থ কারও অহেতুক এ ধরনের অ্যাপ ইনস্টলের সময় সতর্ক থাকাই ভালো।