বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের ৮ জন

বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের ৮ জন

পোস্টকার্ড প্রতিবেদক ।।

আওয়ামী লীগে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির ৭৪ পদের মধ্যে নতুন মুখ এসেছে ১৬ জন। নারী সংখ্যা চারজন বাড়িয়ে করা হয়েছে ১৯। বাদ পড়েছেন আগের কমিটিতে থাকা ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ ১৫ জন। আওয়ামী লীগের এই পূর্ণাঙ্গ কমিটিতে বৃহত্তর চট্টগ্রামের ৮ জন স্থান পেয়েছেন। তারমধ্যে পদোন্নতি পেয়েছেন তিনজন। একই পদে বহাল রয়েছেন চারজন এবং নতুন স্থান পেয়েছেন একজন। দলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন, আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও সফিউল আলম চৌধুরী নাদেল। তবে একটি পদ এখনও খালি রয়েছে।

এছাড়া বিভাগ ও অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য সাতটি পদ ফাঁকা রাখা হয়েছে ঘোষিত কমিটিতে। সেগুলো হলো, সাংগঠনিক সম্পাদক-১, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, ধর্মবিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য-৩।

এর আগের কমিটিতে আহমদ হোসেন, মো. মিসবাহ্ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও কুলাউড়ার সফিউল আলম চৌধুরী নাদেল (নতুন)। আফজাল বিদায়ী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

অন্যদিকে একই পদে বহাল আছেন, আমিনুল ইসলাম আমিন (উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক) ও দীপঙ্কর তালুকদার (কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য)। তবে ঘোষিত কমিটির মধ্য ৭টি পদ এখনো খালি আছে বলে জানা গেছে।

আবার উপদেষ্টা পরিষদে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও প্রণব কুমার বড়ুয়াকে পুনরায় একই পদে বহাল রাখা হয়েছে। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওয়াসিকা আয়েশা খান এমপি। স্বপদে বহাল আছেন মীরসরাইয়ের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে। পদোন্নতি দিয়ে উপ দপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদক করা হয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদোন্নতি পান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিকে, পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীসহ আগের কমিটির অন্তত ১৫-২০ জন হেভিওয়েট নেতাকে বাদ দেয়া হয়েছে। তাদের কমিটির বাকি সাতটি পদে নেয়া হবে কিনা সেটিও স্পষ্ট নয়। মন্ত্রিসভার আর কেউ কমিটিতে জায়গা পাবেন কিনা সেটি পরিষ্কার করা হয়নি।