বাংলাদেশ আর্চারিতে জিতেছে পাঁচ সোনা

বাংলাদেশ আর্চারিতে জিতেছে পাঁচ সোনা
বাংলাদেশ আর্চারিতে জিতেছে পাঁচ সোনা

পোস্টকার্ড ( ক্রীড়া) ডেস্ক ।।

এসএ গেমসের অষ্টম দিবসে এক দিনেই বাংলাদেশ জিতে নিয়েছে পাঁচ সোনা। এই পাঁচটি সোনাই এসেছে আর্চারদের হাত ধরে। কম্পাউন্ডে দলগত ইভেন্টে ভুটানকে ছেলেরা হারিয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে মেয়েরা অর্জন করেছে এই সোনা।

ছেলেদের খেলা শুরু হয় রোববার দুপুরে। নেপালের পোখারায় ফাইনালে ভুটানের প্রতিযোগিদের পরাস্ত করে বাংলাদেশের আশিকুজ্জামান, সোহেল রানা ও অসিম কুমার দাসের সমন্বয়ে গঠিত দল। বাংলাদেশ অর্জন করে ২২৬ পয়েন্ট। বিপরীতে ভুটানের ভাগ্যে জোটে ২১৩।

একইদিনে আরেক ফাইনালে লঙ্কানদের বিপরীতে বাংলাদেশের তিন মেয়ে সুস্মিতা বণিক, শ্যামলি রায় ও সোমা বিশ্বাস অর্জন করে ২২৬ পয়েন্ট। এ ইভেন্টে লঙ্কানরা তাদের ঝুলিতে যোগ করতে পারে মাত্র ২১৫ পয়েন্ট।

আর্চারিতে পাঁচটি সোনা ছাড়াও রোববার বাংলাদেশ জিতেছে মোট ছয়টি সোনা। অন্য সোনাটি এসেছে মেয়েদের ক্রিকেট থেকে। এখন পর্যন্ত সব মিলিয়ে বাংলাদেশে সোনার পদক সংখ্যা দাড়িয়েছে ১৩টি।

এসএ গেমসের প্রথম সোনা আসে রিকার্ভে। পুরুষদের এ রিকার্ভ দলে ছিলেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম। শ্রীলঙ্কার আর্চারদের তারা হারান ৫-৩ সেটে।
এরপর মেয়েদের দলগত রিকার্ভে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে গঠিত দল তো অসাধারণ পারফরম্যান্স করেছে। লঙ্কানরা বাংলাদেশের বিপরীতে কোনো পয়েন্টই পায়নি। মেয়েরা সেদিন পেয়েছে ৬ পয়েন্ট।

মিশ্র রিকার্ভ ইভেন্টে সেরা হয় রোমান-ইতির সমন্বয়ে গঠিত দল। তারা সোনা জয়ের লড়াইয়ে ভুটানের প্রতিযোগীদের ৬-২ সেটে পরাস্ত করেন।

এসএ গেমসে মেয়েদের ক্রিকেট এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবার গিয়েই রীতিমতো চমক দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সালমাদের দল তাদের নৈপুন্য দেখিয়ে ২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে জিতে নিয়েছে সোনার পদক।

আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে বাংলাদেশের জন্য কোনো সুখবর ছিলো না। তবে গেরো খোলে আবার সুখবর আসতে শুরু করে। ভারোত্তলনে দুটি ও ফেন্সিংয়ে একটি করে মোট তিনটি স্বর্ণপদক সেদিনও জয় করেছে বাংলাদেশ।