বিজ্ঞানীরা খোঁজ পেলেন করোনার দুর্বলতার

বিজ্ঞানীরা খোঁজ পেলেন করোনার দুর্বলতার
বিজ্ঞানীরা খোঁজ পেলেন করোনার দুর্বলতার

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনাভাইরাসের পূর্বসূরী ভাইরাস 'সার্স' মোকাবেলায় সংগ্রহ করা একটি অ্যান্টিবডি থেকে করোনাভাইরাসের দুর্বলতার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ওই দুর্বল অংশটিকে তারা বলছেন ‘অ্যাকিলিস হিল’।

দুই হাজার সালের শুরুর দিকে সার্স মহামারী থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির শরীর থেকে অ্যান্টিবডিটি নেয়া হয়েছিল। এবার সেখান থেকেই কোভিড-১৯ ভাইরাসের সম্ভাব্য দুর্বল জায়গাটির সন্ধান পাওয়া গেল।

জীববিজ্ঞানী ইয়ান উইলসনের মতে, করোনাভাইরাসের মতো অতি সংক্রামকের ওপর আঘাত হানার জন্য নির্দিষ্ট দুর্বল অঞ্চল খুঁজে বের করা খুবই তাৎপর্যপূর্ণ।

আমেরিকান চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের করোনাভাইরাসবিষয়ক গবেষকেরা বলছেন, করোনাভাইরাসের ওই অ্যাকিলিস হিল খুঁজে পাওয়ার ঘটনা চিকিৎসাক্ষেত্রে খুব ভালো খবর হয়ে আসতে পারে। এ থেকে করোনাভাইরাসের নতুন ভ্যাকসিন তৈরির পথ খুলে যেতে পারে।

তাদের দাবি, করোনার দুর্বলতার খোঁজ মেলায় ভাইরাসের নতুন টিকা তৈরির পথ খুলবে। এই নিয়ে আরো গবেষণা চালানো হবে। এর জন্য কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের খোঁজ করছেন তারা। এই রক্ত থেকে অ্যান্টিবডি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, মানুষের পাঁচ ধরনের অ্যান্টিবডি রয়েছে। এ জন্য কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের খোঁজ করছেন তারা। এ রক্ত থেকে সম্ভাব্য কার্যকর অ্যান্টিবডি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের।