ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তিকৃত ডায়রিয়ায় আক্রান্ত ২৮ শিক্ষানবীশ পুলিশ ব্যারাকে ফিরে গেছে

ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তিকৃত ডায়রিয়ায় আক্রান্ত ২৮ শিক্ষানবীশ পুলিশ ব্যারাকে ফিরে গেছে

নিউজ ডেস্ক।।

ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তিকৃত ডায়রিয়ায় আক্রান্ত ২৮ শিক্ষানবীশ পুলিশ রবিবার সকালে সুস্থ্ হয়ে ব্যারাকে ফিরে গেছে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চট্টগ্রামের ছোটপুল পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরা খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যাথা, কারো কারো বমি, পায়খানার সমস্যা দেখা দেয়। রাতে আবার নিয়মিত খাবার হিসেবে রুটি ও ডাল খান তারা। এরপর একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন। এভাবে অতিরিক্ত ডায়রিয়া শুরু হওয়ায় মোট ২৮ জন পুলিশ সদস্যকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) এ ভর্তি করানো হয়।

হাসপাতালের ইনফেকশান ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, নগরীর ছোটপুল থেকে পুলিশ সদস্যরা শনিবার রাত ১১টা থেকে রাত ১টার মধ্যে ২৮ জন হাসপাতলে ভর্তি হয়। সন্ধ্যা ৭টায় ব্যারাকের খাওয়ার পর রাতের ক্লাসে গেল তাদের পেটের ব্যাথা শুরু হয়। এরপর থেকে তারা ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে। এখানে তাদেরকে উন্নত চিকিৎসা দেয়া হয়। রবিবার সকালে সবাই সুস্থ্ হয়ে ব্যারাকে ফিরে যায়।