প্রধানমন্ত্রী আয়কর মেলার প্রথম দিনই কর দিলেন

প্রধানমন্ত্রী আয়কর মেলার প্রথম দিনই কর দিলেন

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথমদিনই আয়কর রিটার্ন দাখিল করেছেন ।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শেখ হাসিনার পক্ষে তার এক আইনজীবী এই আয়কর দেন।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানকে প্রতিপাদ্য করে করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলার আয়োজন করে এনবিআর। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

আইন অনুযায়ী, একজন কত টাকা কর দিলেন সেই তথ্য প্রকাশ করার সুযোগ নেই। তবে যিনি কর দিয়েছেন, তিনি চাইলে সেই তথ্য নিজেই প্রকাশ করতে পারেন। যে কারণে প্রধানমন্ত্রী কত টাকা কর দিয়েছেন তা প্রকাশ করেনি এনবিআর। তবে নিজের কর পরিশোধ করতে এসে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার করের তথ্য প্রকাশ করেন। অর্থমন্ত্রী জানান, এবার তার করযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে আয়কর দিয়েছি ৯১ লাখ ৪৬ হাজার টাকা। এ সময় তার প্রকৃত সম্পদ ৬৮ কোটি ২২ লাখ টাকা বলে জানিয়েছেন মন্ত্রী।