প্রতীক পেলেন চট্টগ্রাম ৮-আসন উপনির্বাচন প্রার্থীরা

প্রতীক পেলেন চট্টগ্রাম ৮-আসন উপনির্বাচন প্রার্থীরা
প্রতীক পেলেন চট্টগ্রাম ৮-আসন উপনির্বাচন প্রার্থীরা

পোস্টকার্ড প্রতিবেদক ।।

প্রতীক পেয়েছেন চট্টগ্রাম ৮-আসনের উপনির্বাচনে প্রাথীরা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম আঞ্চলিক  নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

দলীয় প্রতীক নৌকা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও ধানের শীষ নিয়ে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান লড়াই করবেন।  উপ নির্বাচনের এখন পর্যন্ত লড়ায়ে থাকা দুই হেভিওয়েট প্রার্থীর প্রতীক বরাদ্দের বিষয়টি অনেকটা পূর্ব নির্ধারিত ছিল। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেরসৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ চেয়ার প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল ও ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় ভোটার ১ লাখ ৬৪ হাজার। কেন্দ্র সংখ্যা ১৮৯টি।