প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের উদ্যোগে গরীব শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু , আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারী'২০২০

প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের উদ্যোগে গরীব শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু , আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারী'২০২০

পোস্টকার্ড ডেস্ক ।।

প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গরীব শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা বৃত্তি চালু হয়েছে এই বছরে ও ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে যারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেমন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ,চুয়েট, রুয়েট সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সম্মান শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে শিক্ষা বৃত্তির জন্য আবেদন পত্র সংগ্রহ পূর্বক জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা ছাত্র সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ সহ জমা দিতে হবে এবং যারা ইতিমধ্যে আমাদের সহযোগিতা পেয়ে আসছেন তারাও ২০২০ সালের নবায়নের জন্য আবেদন পত্র জমা দিতে হবে। নিম্নে ফরম এর নমুনা এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিবরন দেওয়া হলো।

এখানে উল্লেখ্য যে, আগামী ১৫.০১.২০২০ তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে এবং যে সব শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন।