পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের  ইবতেদায়ী পরীক্ষা বাতিল

পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের  ইবতেদায়ী পরীক্ষা বাতিল

শিক্ষাঙ্গন ডেস্ক ।। 

চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের  ইবতেদায়ী পরীক্ষা বাতিল করা হয়েছে।

জানা গেছে,  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরীক্ষা বাতিলের বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, পিইসি ও ইইসি পরীক্ষা বাতিলের বিষয়ে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এ ব্যাপারে সম্মতি দিয়েছে।

অন্যদিকে স্কুল-কলেজের ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। আরও অন্তত ১৫ দিন ছুটি বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে।