নাহার স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সীতাকুন্ড নাহার একাডেমী উদ্যোগে পুরস্কৃত

নাহার স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সীতাকুন্ড নাহার একাডেমী উদ্যোগে পুরস্কৃত

মুহাম্মদ ইউসুফ খাঁন।।

সীতাকুন্ডস্হ নাহার একাডেমী আলোকিত শিশু ও রত্নগর্ভা বাবা মায়েদের সম্মানে একটি সুন্দর ও সফল অনুষ্ঠান আয়োজন করে। সংগঠনটির ব্যবস্হাপনা পরিচালক কাজী সাব্বির আহমেদের সভাপতিত্বে ও পরিচালক অধ্যাপক কাজী সাদেকের প্রানবন্ত উপস্হাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক – শিক্ষানুরাগী সমাজসেবক অতীশ দীপংকর স্বর্নপদকে ভূষিত জননন্দিত জননেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। অতিথি ছিলেন যথাক্রমেঃ বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম, শামছুল আলম, মুহাম্মদ ইউসুফ খাঁন, কায়সার, সজল শীল, সাংবাদিক লিটন চৌধু, সাংবাদিক জাহেদ ও ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে সমাজে গুরুত্বপূর্ন অবদানের জন্য অনেককে সম্মাননা পদকে ভূষিত করা হয়। ১৫১ জন শিশুকে বৃত্তি প্রদান, যেমনঃ সার্টিফিকেট- ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করে নাহার একাডেমী। রত্নগর্ভা মা-বাবা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মান দেখানো হয়। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী বলেন, যে সকল মেধাবী শিক্ষার্থী অধ্যাবসায়ে কৃতকার্য ও সাফল্যর্জন করবে আগামীতে তাকেসহ তার বাবা-মায়ের জন্য সীতাকুন্ডে বিশাল সংবর্ধনার আয়োজন করবো আমরা। এতে করে গর্বিত পিতামাতা-সন্তান নিশ্চয়ই উপকৃত হবে/ সমাজ উপকৃত হবে/ জাতি উপকৃত হবে। বিশেষ অতিথির বক্তৃতায় সীতাকুন্ড উপজেলা ইউ এন ও বলেন, কোমলমতী শিক্ষার্থীদের ধমক বা কঠিন অনুশাষনে বাধ্য না করে তাদের মেধা বিকাশে অন্তঃরায় এমন কিছু না করে বুঝিয়ে পাঠ্য পুস্তকে মনোযোগী করতে হবে। শিশু কিশোর যেন মাদকাশক্ত জঙ্গী তৎপরতায় জড়িয়ে না পড়ে সেদিকটাতে বেশী নজর দিতে হবে। ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষায় প্রথম হতে হবে এমন অনুশাষনে হাত পা না বেঁধে সত্যিকারের মানুষরূপে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের সমােপনী বক্তৃতায় কাজী সাব্বির আহমেদ বলেন, নাহার একাডেমী শিক্ষাবৃত্তি একটি চলমাণ প্রক্রিয়া। আমরা এটি মানবসেবায় অব্যাহত রাখতে চাই। আপনাদের সকলের সহযোগীতা পেলে আমরা নিশ্চয়ই কাংখিত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছুতে পারবো ইনশাল্লাহ।।