নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জাল ও বোট জব্দ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জাল ও বোট জব্দ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে জাল ও বোট জব্দ

ডেস্ক নিউজ ।।

সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ৪ লাখ মিটার ইলিশ ধরার জাল ও ৪টি মাছ ধরার বোট জব্দ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চার জেলেকে আটক ও তাদের কাছ থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) বিকালে কুমিরা ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

এসময় তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অপরাধে কুমিরা ঘাটঘর সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালানো হয়। অভিযানকালে চারটি মাছ ধরার বোট ও ৪ লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার দায়ে জাহাঙ্গীর ফরাজী, মঈন উদ্দিন, মো. ফিরোজ ও রুবেল নামে চার জেলেকে আটক ও প্রত্যেকের কাছ থেকে দশ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সাগরে বড়শি দিয়ে মাছ ধরার দায়ে আরও দুই জেলের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাল কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ, উপপরিদর্শক (এস আই) চান মিয়া ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

খালেদ / পোস্টকার্ড ;