নির্বাচনে হার হয়েছে ইসির ভুল হিসেবের কারণে : তাবিথ-ইশরাক

নির্বাচনে হার হয়েছে ইসির ভুল হিসেবের কারণে : তাবিথ-ইশরাক
নির্বাচনে হার হয়েছে ইসির ভুল হিসেবের কারণে : তাবিথ-ইশরাক

নিজস্ব প্রতিবেদক ।। 

নির্বাচন কমিশনের (ইসি) ভুল হিসেবে হার হয়েছে বলে দাবি করেছেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। তারা অভিযোগ করে বলেন, সারাদিন ভোটে এগিয়ে থেকে শেষমেশ আমাদের হারতে হয়েছে।

ঢাকার দুই সিটি নির্বাচনে দায়িত্ব পালনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে গিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এসব কথা জানান তাবিথ-ইশরাক।

এদিকে একই দিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সামগ্রিকভাবে একটি ভালো নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইসির ভুল হিসেবে ইশরাক বলেন, নির্বাচনকে দলীয়করণ করা হয়েছে। সারাদিন জালিয়াতি করার পরও আমরা দুজন এগিয়ে ছিলাম এবং সন্ধ্যা ৭টার দিক মিডিয়া ক্রু করে রাত ১টার দিকে দক্ষিণে এবং ভোর ৪টার দিকে উত্তরে গোঁজামিল দিয়ে একটা ফলাফল ঘোষণা করা হয়। কোনো রকমে একটা মিলিয়ে ফল ঘোষণা করা হয়।

তাবিথ বলেন, সাংবাদিকরা আহত হয়েছেন, বিশেষ করে এই যে সুমনকে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে, আমরা কি এক্স রে, সিটিস্ক্যান রিপোর্ট জমা দিবো। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া। দেশের নিরাপত্তা বজায়ে রাখার জন্য সকলের দায়িত্ব।

এদিকে ঐক্যবদ্ধ থাকার কারণেই আওয়ামী লীগের জয় হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও বিএনপি নির্বাচনে ভালো করেছে।