না ফেরার দেশে চলে গেলেন শিশুসাহিত্যিক রমজান আলী মামুন

পোস্টকার্ড ডেস্ক ।।

না ফেরার দেশে চলে গেলেন শিশুসাহিত্যিক রমজান আলী মামুন
শিশুসাহিত্যিক রমজান আলী মামুন আর নেই

কবি ও শিশুসাহিত্যিক রমজান আলী মামুন আর নেই। কবি ও শিশুসাহিত্যিক রমজান আলী মামুন আর নেই।

তিনি আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

লেখক ছড়াকার এমরান চৌধুরী রমজান আলী মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পোস্টকার্ড 'কে  বলেন, তিনি শাররিক অসুস্থ্যতা নিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা তার কি সমস্যা বা কি রোগ হয়েছে তা নির্ণয় করতে পারেন নি। অনেকটা চিকিৎসকদের অবহেলায় চট্টগ্রামের এই লেখক আজ মারা যান।

“আমরা সবাই ধীরে ধীরে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। আমরা যে হুট করে একদিন মরে যাবো”

লেখক রমজান আলী মামুনের এ পর্যন্ত ১৩টি বই প্রকাশিত হয়েছে। তিনি একাধারে ছড়াকার, গল্পকার, কবিতা উপন্যাসসহ সাহিত্যের সকল শাখায় বিচরণ করতেন।

নগরীর আন্দরকিল্লা টেরীবাজার এলাকার বাসিন্দা মরহুম গজনফর আলীর কনিষ্ঠ সন্তান রমজান আলী মামুন ব্যাক্তিগত জীবনে ২ ছেলে এক মেয়ের জনক ছিলেন।

আজ বাদ এশা (রাত ৯টা) নগরীর বদর আউলিয়া মাজার প্রাঙ্গনে মহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার অকাল মৃত্যুতে চট্টগ্রামের লেখক ও সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।