দুই মাস স্থগিত সকল ঋণের সুদ

দুই মাস স্থগিত সকল ঋণের সুদ
দুই মাস স্থগিত সকল ঋণের সুদ

পোস্টকার্ড ডেস্ক।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দুই মাস সব ধরণের ঋণের সুদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত সুদ ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে বাণিজ্যিক ব্যাকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লক হিসেবে স্থানান্তরিত কোনো সুদ ঋণগ্রহীতাদের থেকে আদায় করা যাবে না।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।