তথ্য মন্ত্রণালয়ে ২শ অনলাইনের তদন্ত প্রতিবেদন যাচ্ছে

তথ্য মন্ত্রণালয়ে ২শ অনলাইনের তদন্ত প্রতিবেদন যাচ্ছে
তথ্য মন্ত্রণালয়ে ২শ অনলাইনের তদন্ত প্রতিবেদন যাচ্ছে

পোস্টকার্ড ডেস্ক ।।

২শ অনলাইন সংবাদমাধ্যমের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অনলাইন পত্রিকা হিসেবে নিবন্ধনের জন্য এসব প্রতিবেদন মঙ্গলবার পাঠানো হচ্ছে। আবেদিত বাকি প্রতিবেদনগুলোও ধারাবাহিকভাবে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমন তথ্য জানিয়েছেন সাংবাদিকদের।

মঙ্গলবার দুপুর সচিবালয়ের নিজ দপ্তরে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করেন।

জানা গেছে, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে কথা বলেন। এরপরই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামকে যেসব অনলাইনের তদন্ত শেষ হয়েছে সেগুলোর রিপোর্ট আজকের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এসবি প্রধানকে বলেছি, যে কয়টি অনলাইনের তদন্ত প্রতিবেদন সম্পন্ন হয়েছে সেগুলো এখনই তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে। তারা ২০০ অনলাইনের প্রতিবেদন আজ পাঠিয়ে দেবে।’

গতকাল সোমবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছিলেন, আগামী সপ্তাহ থেকেই অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধন দেওয়া শুরু হবে।

জানা যায়, নিবন্ধনের জন্য আবেদন আহ্বানের পর থেকে ৩ হাজার ৫১৭টি আবেদন জমা পড়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেগুলো কাছে তদন্তের জন্য পাঠানো হয়। এ বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিকম ও আইসিটি মিনিস্ট্রি একাধিক সভা করেছে। সব প্রক্রিয়া শেষ করে এ সপ্তাহ থেকে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন দেয়া শুরু হচ্ছে।