জাল দলিল সৃজনের অপরাধে সীতাকুণ্ডে মহিলাসহ তিনজন কারাগারে

জাল দলিল সৃজনের অপরাধে সীতাকুণ্ডে মহিলাসহ তিনজন কারাগারে
জাল দলিল সৃজনের অপরাধে সীতাকুণ্ডে মহিলাসহ তিনজন কারাগারে

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

জাল দলিল সৃজনের অপরাধে সীতাকুণ্ডে মহিলা সহ তিনজনকে গেপ্তার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মান্দারীটোলা গ্রামের আবদুর রশিদ মিজি বাড়ি শাহ আলম (৫২), তার স্ত্রী জাহানারা বেগম (৪৭) ও পুত্র পারভেজ উদ্দিন (৩২)।

নিজ বাড়ি বাড়বকুণ্ড থেকে গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে পিবিআই।

জানা যায়, ১৯৭৮ সালে মামলার বাদী আবিদ হোসেনের ওয়ারিশ মনির আহম্মদ, আরফা খাতুন ও মাজেদা রিয়ার কাজ থেকে অভিযুক্ত শাহ আলাম সীতাকুণ্ড সাব রেজিস্ট্রারের শীল / স্বাক্ষর দিয়ে একটি দলিল সৃজন করেন।

কিন্তুু দলিল সৃজনের তারিখ ১৯৭৮ হলেও দলিলদাতা মাজেদা মিয়া যুদ্ধের আগেই মৃত্যুবরণ করেন এবং জাল দলিল সৃজনের সেই দিন ছিলো সরকারী বন্ধ। সৃজনকৃত জায়গার দলিলে বাদী দখলে। এরইমধ্যে বাদী আবিদ হোসেন দীর্ঘ ৭০/৮০ বছর দখলে থাকা রান্নাঘর সংস্কার করতে গেলে বাধা দেয় অভিযুক্তরা।

পরবতর্তীতে জাল দলিলটির বিরুদ্ধে চট্রগ্রাম আদালতে পৌজদারি মামলা দায়ের হয়। আদালত মামলাটি খতিয়ে দেখে জাল দলিল হিসাবে এফআইআর করে এবং পিবিআই কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

পিবিআই তদন্তের শেষে অফিযোগের সত্যতা নিশ্চিত করলে আদালত তাদের গ্রেপ্তারি পরওনা জারি করে।আদালতের নির্দেশে পিবিআই আসামিদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।

এই বিষয়ে পিবিআই এসআই কামাল আব্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;