জানিয়ে দিলেন ট্রাম্প , মোদী কেমন ইংরেজি বলেন ?

অনলাইন ডেস্ক ।।

জানিয়ে দিলেন ট্রাম্প , মোদী কেমন ইংরেজি বলেন ?
জানিয়ে দিলেন ট্রাম্প , মোদী কেমন ইংরেজি বলেন ?

জি সেভেন সামিটের মঞ্চেই আলাদা করেই দীর্ঘ কথোপকথন চলেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের। তবে কাশ্মীর প্রসঙ্গ, আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়েই যে শুধু কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার, এমনটা কিন্তু নয়। সাংবাদিকদের সামনেই হালকা মেজাজেও সোমবার বেশ কিছুটা সময় একসঙ্গে কাটিয়েছেন দু’জনে।

দুই রাষ্ট্রনেতা তখন নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। সামনে থাকা সাংবাদিকদের উদ্দেশে মোদী হিন্দিতে বলে উঠলেন, “আমার মনে হয়, এখন আমাদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। বলার মতো কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সবাইকে সে ব্যাপারে অবগত করা হবে”।

তৎক্ষণাৎ ট্রাম্প উপস্থিত থাকা সমস্ত সাংবাদিকদের উদ্দেশে মোদীকে দেখিয়ে বলে ওঠেন, “উনি আসলে খুব ভালো ইংরেজি বলেন, শুধু এখন বলতে চান না, এই-ই যা!” তারপরেই হাসিতে ফেটে পড়েন দু’জনেই।

 

France: US President Donald Trump jokes with Prime Minister Narendra Modi during the bilateral meeting on the sidelines of . Trump says, "He (PM Modi) actually speaks very good English, he just doesn't want to talk"

Embedded video 38.7K Twitter Ads info and privacy 11.1K people are talking about this

https://twitter.com/ANI/status/1165944197410643968

সভার মেজাজ এতটাই ফুরফুরে ছিল, ট্রাম্পের এই রসিকতায় হেসে ওঠেন সাংবাদিকরাও। রসিকতা করে আবার সঙ্গে সঙ্গে মোদীর হাতটা ধরে নিয়ে মেজাজটা ধরে রাখতে ভোলেননি ট্রাম্প। আর তাতে সাড়া দিয়েই ডোনাল্ডের হাতে বেশ জোরেই একটা চাপড় মেরে দিলেন মোদী।

নিতান্তই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার এক মঞ্চে দুই দেশপ্রধানকে এমন ঘরোয়া মেজাজে পেয়ে রিতিমতো অবাক নেটিজেনরা। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও।