চসিকের দায়িত্ব পেলেন খোরশেদ আলম সুজন

চসিকের দায়িত্ব পেলেন খোরশেদ আলম সুজন

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। চসিকের নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে এই দায়িত্ব পেলেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ পাঁচ বছর। এই হিসাবে বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল (৫ আগস্ট)।

খোরশেদ আলম সুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সমাজতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হন। তৃণমূল পর্যায়ের এই রাজনৈতিক সংগঠক ৫০ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা বহন করে চলেছেন। তিনি নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা হিসেবে সবসময় পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে সোচ্চার ছিলেন। করোনাকালেও তিনি একজন যোদ্ধা হিসেবে মাঠে ছিলেন শুরু থেকেই। এই ত্যাগী নেতার মূল্যায়নে নগরবাসী খুবই উৎফুল্ল।

২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসজনিত কারণে ২২ মার্চ তা স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই স্থগিতাদেশ বাড়ানো হয়। এদিকে ৫ আগস্ট বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হচ্ছে। এর ১৮০ দিন পূর্বে নির্বাচন সম্পন্ন করা না গেলে প্রশাসক নিয়োগ করার বিধিমূলে সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থগিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার বদলে নৌকার মনোনয়ন পান নগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পান দলটির নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন।