চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক ।।

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে চলতিঅর্থবছরে ৭.২ শতাংশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে এক সংবাদ সমম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৮.২ শতাংশ। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শিরোনামে বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, মোট জিডিপি প্রবৃদ্ধির মধ্যে কৃষিখাতে প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ, যা গত অর্থবছর সরকারি হিসেবে হয়েছিল ৩.৫ শতাংশ।

এছাড়া শিল্পখাতে প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৯ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ১৩ শতাংশ। সেবাখাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৬.৫ পাঁচ শতাংশ।