চট্টগ্রামে নতুন করে আরও ৭৪ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬৭৬২ জন

চট্টগ্রামে নতুন করে আরও ৭৪ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬৭৬২ জন
চট্টগ্রামে নতুন করে আরও ৭৪ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬৭৬২ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৬ জন নগর ও ০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬৭৬২ জন।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৬৭ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৭ জন, সিভাসুতে ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ০৭ জন, শেভরণ ল্যাবে ০৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৭৯৫ টি। এর মধ্যে ২৮৫ টি বিআইটিআইডিতে, ১০৬ টি সিভাসুতে, ১৫০ টি চমেকে, ১০২ টি চবিতে, ৯১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৪৮ টি শেভরণ ল্যাবে এবং ০২ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮ জনের মধ্যে বাঁশখালীর ২, রাউজানের ১, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ১ জন।