চট্টগ্রামে করোনার নমুনা সংগ্রহে বুথ হচ্ছে ১২ পয়েন্টে, কাল উদ্বোধন ৬টি

চট্টগ্রামে করোনার নমুনা সংগ্রহে বুথ হচ্ছে ১২ পয়েন্টে, কাল উদ্বোধন ৬টি
চট্টগ্রামে করোনার নমুনা সংগ্রহে বুথ হচ্ছে ১২ পয়েন্টে, কাল উদ্বোধন ৬টি

মোরশেদ তালুকদার ।।

প্রাণঘাতী করোনা ভাইরাস পরীক্ষায় নমুনা সংগ্রহে নগরীর ১২ পয়েন্টে বুথ স্থাপন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে প্রথম ধাপে ছয় পয়েন্টে স্থাপিত বুথ আগামীকাল রোববার স্থাপন শেষে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। পরদিন সোমবার থেকে ওইসব বুথে পুরোদমে নমুনা সংগ্রহ শুরু হবে। দ্বিতীয় ধাপে স্থাপন করা হবে বাকি বুথগুলো।

জানা গেছে, বর্তমানে নগরীর দুইটি পয়েন্টে করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়। এগুলো হচ্ছে জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়। এখন নতুন করে ১২ পয়েন্টে নমুনা সংগ্রহ করলে মোট ১৫ পয়েন্টে নমুনা দিতে পারবেন সাধারণ লোকজন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে যে ছয় পয়েন্টে বুথ স্থাপন করা হচ্ছে সেগুলো হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাব, আগ্রাবাদের বেপারীপাড়া ২৭ নং ওয়ার্ড এমএ সালাম নগর স্বাস্থ্যকেন্দ্র, বিবিরহাট নগর স্বাস্থ্যকেন্দ্র, চান্দগাঁও হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর কাট্টলী আর্বান দাতব্য চিকিৎসালয়।

এর মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত বুথে শুধুমাত্র সংবাদকর্মীদের নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া এই ছয় পয়েন্টে বুথ স্থাপনে সহায়তা করছে ব্রাক বাংলাদেশ। বুথগুলোতে বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করবে চসিক। ব্রাকের নিজস্ব টেকনিশিয়ান নমুনা সংগ্রহ করবেন।

এদিকে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ চসিকের অর্থায়নে বাকি ৬টি বুথ স্থাপন করা হবে। এরমধ্যে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবন, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল প্রাথমিকভাবে বুথ স্থাপনে নির্বাচন করা হয়েছে।

এ বিষয়ে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রথম ধাপে স্থাপিত ছয়টি বুথ আগামী রোববার উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম শহরে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে করোনার প্রাদুর্ভাব। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যাও। এখন দরকার পরীক্ষা বাড়ানো। সেই লক্ষ্যে আমরা বুথ স্থাপন করছি। বুথগুলো স্থাপিত হলে নগরবাসী উপকৃত হবেন। করোনা সংক্রমণ উপসর্গে ভুক্তভুগীরা সহজতরভাবে এখানে নমুনা পরীক্ষা করাতে পারবেন।

প্রসঙ্গক্রমে মেয়র বলেন, করোনা ভাইরাস অবশ্যই দুরারোগ্য ভাইরাস। তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও সচেতনায় এটি মোকাবেলা করা সম্ভব। আমাদের দেশে তুলনামূলক সুস্থ হওয়ার হার বেশি। আশা করা যাচ্ছে পরিস্থতি অতি সহসায় সহনীয় পর্যায়ে আসবে। এজন্য দরকার সচেতনতা ও সঠিক জীবন যাপন। চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, আগামী ১ জুন থেকে স্থাপিত বুথগুলোতে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হবে।