কৃষি উৎপাদন বাড়ান করোনা মোকাবিলায় : প্রধানমন্ত্রী

কৃষি উৎপাদন বাড়ান করোনা মোকাবিলায় : প্রধানমন্ত্রী
940 প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

পোস্টকার্ড ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত সংকট মোকাবিলায় কৃষি উৎপাদন বাড়ানোর প্রতি মনোযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ বিশেষজ্ঞরা মন্দা বা দুর্ভিক্ষের আশঙ্কা করছেন। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। বেশি করে খাদ্য শস্য ফলাতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে হবে।’

সোমবার (২৭ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি এখন সবথেকে বেশি গুরুত্বপূর্। এ থেকে খাদ্য শস্য, সবজি, মসলা, মাছ-মাংস সবই পাওয়া যায়। আমি দেশবাসীকে অনুরোধ করবো, কৃষিতে মনোযোগ দিতে। আপনারা কৃষি উৎপাদন বাড়ান। তাতে আমরা নিজেরা যেমন খেতে পারবো, অন্যদেরও সাহায্য করতে পারবো।’

আস্তে আস্তে বিধিনিষেধ শিথিল করার আভাস দিয়ে সরকার প্রধান বলেন, ‘জীবনযাপনের কিছু কিছু ক্ষেত্র ধীরে ধীরে উন্মুক্ত করতে হবে। এখন কিছু কিছু ফসল উঠছে। এরপর ফসল লাগাতে হবে। সেখানেও সবাই নিজেদের সুরক্ষিত রেখেই কাজ করবেন।’

মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার জন্য ইমাম-মুয়াজ্জিনসহ মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে বলবো ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করেন। যেন বাংলাদেশ এই দুর্যোগ থেকে মুক্তি পায়। সারা বিশ্বের মানুষ যেন মুক্তি পায়।’