কর্মহীন ১৫ হাজার পরিবারের পাশে চট্টগ্রামের ৪ তরুণ

কর্মহীন ১৫ হাজার পরিবারের পাশে চট্টগ্রামের ৪ তরুণ
কর্মহীন ১৫ হাজার পরিবারের পাশে চট্টগ্রামের ৪ তরুণ

নিজস্ব প্রতিবেদক ।।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরীর ৪ তরুণ উদ্যোক্তা।

করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই নিজেদের ব্যক্তি তহবিল থেকে নগরীর ভিক্ষুক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত প্রায় ১৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তারা।

চার তরুণ হলেন নগর ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, শিল্প উদ্যোক্তা মো. ইকবাল হোসেন, নেজাম তনি ও মোবারক আলী।

নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, চান্দঁগাও, সিঅ্যান্ডবি, কালুরঘাট, হামিদচর, মোহরা, হাটহাজারীর আমান বাজার ও চিকনদন্ডি ইউনিয়নে, জিইসি মোড়, নাসিরাবাদ, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ড ও ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড, মাদারবাড়ী, টেকনিক্যাল, বড়পোল, হালিশহর, তুলাতলি, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে কর্মহীন মানুষের হাতে হাতে খাদ্যপণ্য পৌঁছে দেন তারা।

এ বিষয়ে জয়নাল উদ্দিন জাহেদ বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আমরা চার বন্ধু মিলে এলাকার তরুণদের সাথে নিয়ে অসহায়, কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ পর্যন্ত আমরা প্রায় ১৫ হাজার পরিবারের হাতে খাদ্যপণ্য পৌঁছে দিতে পেরেছি। আমাদের টার্গেট ৩০ হাজার পরিবার। আশা করছি রমজানে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো।’

তরুণ শিল্প উদ্যোক্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগর লকডাউন না হলেও সাধারণ ছুটির কারণে মানুষ কর্মহীন। আমরা নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।’

নেজাম তনি বলেন, ‘পবিত্র রমজানকে সামনে রেখে উপহার হিসেবে অসহায়, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি আমরা। এ কার্যক্রম অব্যাহত আছে। একই সঙ্গে আমরা বিনামূল্যে সবজিও বিতরণ করেছি।’

মোবারক আলী বলেন, ‘সহযোগিতার মনোভাব নিয়েই করোনা সংকটে কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমরা। রমজান মাসেও এ চেষ্টা অব্যাহত থাকবে আমাদের।’