করোনায় আরও আক্রান্ত ৩০৬, মারা গেছেন ৯ জন

করোনায় আরও আক্রান্ত ৩০৬, মারা গেছেন ৯ জন
করোনায় আরও আক্রান্ত ৩০৬, মারা গেছেন ৯ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

মহামারি করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে । ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪ জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩০৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৪৪ জনে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় অনলাইনে বুলেটিন উপস্থাপনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় আরও  ২১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন মৃতদের মধ্যে ঢাকার ৬ জন, নারায়ণগঞ্জের ২ জন ও সাভারের  ১ জন। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৬৬ জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। এরপর ১৮ মার্চ প্রথমবারের মতো দেশে কারও মৃত্যু হয়।