করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ গ্রেফতার

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ গ্রেফতার

পোস্টকার্ড ডেস্ক ।। 

প্রাণঘাতী করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে আটক করা হয়েছে। এর আগে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 

তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সম্প্রতি জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয় বলে জানতে পারে পুলিশ। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে।

সাবরিনার স্বামী জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে ইতোমধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।