করোনাযুদ্ধে জয়ী হয়ে চট্টগ্রামে বাড়ী ফিরলেন আরও ৩ জন

করোনাযুদ্ধে জয়ী হয়ে চট্টগ্রামে বাড়ী ফিরলেন আরও ৩ জন

মোঃ আলাউদ্দীন।।

প্রাণঘাতী করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার ছাড়পত্র পেলেন আরও তিনজন। ছাড়পত্র পাওয়া এই ৩ জনের মধ্যে দুজন এরই মধ্যে বাড়ি ফিরলেও অন্যজন বাড়ি ফিরবেন সোমবার।

শনিবার রাতে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল আসা এই তিনজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর ফলে চট্টগ্রামে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।

রোববার সুস্থ ঘোষণা করা এই তিনজনের দুজন চট্টগ্রাম নগরীর এবং অন্যজন বোয়ালখালী এলাকার। বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে আজ নতুন ৩ জন ছাড়পত্র পেয়েছেন। এই তিনজন হলেন সাগরিকার তোফায়েল আহমেদ (২৪), হুমায়ূন আহমেদ (২১) এবং বোয়ালখালীর বাবুল সিংহ(৭১)।

গত রাতে দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এলেও কাগজপত্র প্রস্তুত হতে হতে সন্ধ্যা গড়িয়ে যাওয়ায় বোয়ালখালীর বাবুল সিংহ (৭১) আজ আর বাড়ি ফেরেননি। কাল সকালে হাসপাতাল ছাড়বেন তিনি। অন্যদিকে হুমায়ুন আহমেদ ও তোফায়েল আহমেদ ইফতারের পরপরই হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

হুমায়ুন ও তোফায়েল দুজনই সহোদর ভাই। তারা সাগরিকায় প্রথম শনাক্ত হওয়া গার্মেন্ট কর্মকর্তার ছেলে। ওই পরিবারের মোট ৫ জন করোনা পজেটিভ হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন