কবরের কথা ভাবুন, জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাবেন: চট্টগ্রামে আমিন মোহাম্মদ গ্রুপ চেয়ারম্যান এম এম এনামুল হক

কবরের কথা ভাবুন, জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাবেন: চট্টগ্রামে আমিন মোহাম্মদ গ্রুপ চেয়ারম্যান এম এম এনামুল হক
কবরের কথা ভাবুন, জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাবেন: চট্টগ্রামে আমিন মোহাম্মদ গ্রুপ চেয়ারম্যান এম এম এনামুল হক

পোস্টকার্ড ডেস্ক ।।

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক বলেছেন, আমরা নামাজ সম্পর্কে উদাসীন হয়ে গেছি। কবরের কথা ভাবছি না। কবরের কথা ভাবুন, আপনি জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাবেন। 

শুক্রবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি। দুই দিনব্যাপী এই ইসলামী মহাসম্মেলন ১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ ফজর অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার বাদ জুমা সম্মেলনের সমাপ্তি ঘটে। 

সম্মেলনের সমাপনি দিনে প্রধান অতিথির বয়ানে আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক বলেন, সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, ওয়া লাইয়িলাহা ইল্লাল্লাহ এই চারটি শব্দের মধ্যে আল্লাহর জিকির সীমাবদ্ধ নয়। জিকির কোথায় কোথায় আছে সেটা আমরা অনেকেই জানি না। 

তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আরও অনেক জিকির রয়েছে। এরমধ্যে আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছেন, সেটা মানা সেটা না করাই জিকির। যেমন আমার তেলের দোকান আছে, সেখানে যদি ওজনে কম না দেন, দুই নম্বরি না করেন, মিথ্যা কথা না বলেন, সেটাই জিকির। রিজিককে হালাল করব সেটাই জিকির। পরকীয়া এবং জেনা না করেন সেটাই জিকির। আমরা জানি দেশ এখন পরকীয়া ও জেনায় ভরে গেছে। এখান থেকে আমাদের মুক্তির উপায় খুঁজতে হবে। 

তিনি আরও বলেন, আপনারা কবর সম্পর্কে জানুন। কবর সম্পর্কে উদাসীন হবেন না। কবর সম্পর্কে ভাবুন। এই কবরই আপনাকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দিবে। আমরা নামাজ সম্পর্কে উদাসীন হব না। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আমরা আল্লাহকে ভয় করব। যারা মন উজাড় করে আল্লাহ আকবর বলে, এই নামের মধ্যে কি নেয়ামত আছে সেটা তারাই জানেন। 

তিনি বলেন, আমরা এই মাহফিলে এমন মানুষ চাই, যার মধ্যে কোনো হিংসা নেই। যার মধ্যে কোনো বিরোধ নাই। যার মধ্যে কোরআন আছে, হাদিস আছে এমন মানুষ চাই। আমি বলব আপনারা নানুপুরের ছিলছিলা অনুসরণ করুন। আপনারা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবেন। 

বয়ান শেষে আখেরি মোনাজাতে অংশ নেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক। এ সময় তিনি বিশ্ব শান্তি কামনায় আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। এমনকি নানুপুরের বাসিন্দাদের জন্য দোয়া করেন। মোনাজাতে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন বলে জানান নানুপুর মাদ্রাসার মহাপরিচালক সালাউদ্দিন নানুপুরি। 

মাওলানা শওকত বিন হামিদ এর পরিচালনায় ইসলামী মহাসম্মেলনে আরো বয়ান করেন, পটিয়া মাদ্রাসার মোহতামিম মাওয়ালা ওবায়দুল্লাহ হামজা, নাজিরহাট মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুর রহমান, আল্লামা কুতুব উদ্দিন নানুপুরি, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরি।

খালেদ / পোস্টকার্ড ;