এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য : বাইডেন

এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য : বাইডেন
এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য : বাইডেন, ফাইল ছবি ।

আন্তর্জাতিক ডেস্ক ।।

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ইউএস ক্যাপিটল) বিক্ষোভের নামে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলা ঘটনা ঘটেছে।

মার্কিন কংগ্রেসে অধিবেশনের সময় নজিরবিহীন হামলাকে ‘বিদ্রোহ সমতুল্য’ বলে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন বলেছেন, এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য এবং এখনই তার অবসান হওয়া উচিত। এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা বাইডেনকে আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বুধবার কংগ্রেসে এক অধিবেশনে বসেন মার্কিন আইনপ্রণেতারা। সেসময় ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটালে ঢুকে হামলা ও ভাংচুর চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে। কিন্তু সান্ধ্য আইন শুরু হবার পরও শত শত বিক্ষোভকারীকে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে। ভবনের ভেতরে বিক্ষোভকারীদের ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি’ স্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা গেছে। একজন ট্রাম্প সমর্থককে দেখা গেছে, তিনি সিনেটের সভাপতির আসনে বসে আছেন। এদিকে ট্রাম্প তার ভিডিওতে তার সমর্থকদের ঘরে ফেরার অনুরোধ করেন। কিন্তু তিনি আবারো দাবি করেন, বাইডেনের ডেমোক্র্যাট দল নির্বাচন চুরি করেছে। যদিও তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের অধিবেশনে বসেন কংগ্রেস সদস্যরা। হামলা ও ভাংচুরের জন্য তীব্র নিন্দা জানান তারা।