২০ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের

২০ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের

পোস্টকার্ড ডেস্ক।।

চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাব ছড়ানোর সময়কাল তিন মাস পূর্ন হতে চললো। এই সময়ে এসে, চীনে এর দাপট শেষ হলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ প্রাণঘাতি হয়ে উঠেছে। 

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সে কারণেই  ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছে।

এ মামলাটি করেন যুক্তরাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী । ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে ১২ মার্চ করা হয় এ মামলাটি।

ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে করা এ মামলার আর্জিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকবেলায় চীন সরকারের ভুল পদক্ষেপের কারণে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।