উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি পুকুর ভরাট বন্ধ, ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ

উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি পুকুর ভরাট বন্ধ, ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ
উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি পুকুর ভরাট বন্ধ, ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ

বিশেষ প্রতিবেদক ।। 

চট্টগ্রামের জেলা প্রশাসকের হস্তক্ষেপে নগরের উত্তর কাট্টলী এলাকার ছোট কালীবাড়ির ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুরটি ভরাটের কবল থেকে রক্ষা পেয়েছে। জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে গতকাল মঙ্গলবার কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক পুকুরটি ভরাট কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। একইসাথে পুকুরের ভরাটকৃত অংশের মাটি তিন দিনের মধ্যে সরিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশনা দেন।

নির্দেশনার পর গতকাল থেকে মাটি সরানো শুরু হয়েছে বলে জানা যায়। পুকুরটি ভরাট হওয়ার খবরে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পুকুরটি ভরাট বন্ধে কাট্টলী সুরক্ষা পরিষদ ও এলাকাবসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জানা যায়, ‘পুকুর’ শ্রেণির ভূমির উপর দুই ব্যক্তি সরকারের বিনা অনুমতিতে অবৈধভাবে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের বিধান ভঙ্গ করে পুকুরটির স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে মাটি ভরাট করছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক তা বন্ধে কঠোর নির্দেশনা দেন। এরই আলোকে ঘটনাস্থল পরিদর্শনে যান এসিল্যান্ড।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক কালীবাড়ির শতবর্ষী পুকুর রক্ষার্থে তাদেরকে তাৎক্ষণিকভাবে পুকুর ভরাট বন্ধ করে আগামি ৩ দিনের মধ্যে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়। ইতোমধ্যে পুকুর খননের কাজ শুরু হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিনা অনুমতিতে কেউ পুকুর ভরাট করে ভিটি বা অন্য কোনো শ্রেণিতে রূপান্তর করতে পারে না। কেউ এরুপ কর্মকান্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরিবেশ বিনষ্টকারী হিসেবে আইনানুগ ব্যবস্থা নেয়া যায়। ইতোমধ্যেই উত্তর কাট্টলী এলাকার এই ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুর রক্ষায় পুন:খনন করে পূর্বাবস্থায় আনার জন্যে নির্দেশনা দিয়েছি।

খালেদ / পোস্টকার্ড ;