উত্তর কাট্টলী আ’লীগ নেতা পুতুলের উপর সন্ত্রাসী হামলা, বিভিন্ন নেতৃবৃন্দের প্রতিবাদ 

উত্তর কাট্টলী আ’লীগ নেতা পুতুলের উপর সন্ত্রাসী হামলা, বিভিন্ন নেতৃবৃন্দের প্রতিবাদ 

বিশেষ প্রতিবেদক।।

নগরীর  উত্তর কাট্টলী আওয়ামীলীগ নেতার উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করার খবর পাওয়া গেছে।ওয়ার্ডের জহুর আহমদ চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার শিকার মো. সাইদুর রহমান পুতুল চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী প্রয়াত জুহুর আহমদ চৌধুরীর ভাতিজা বলে জানা গেছে। ধারালো অস্ত্র নিয়ে হামলার ফলে তার শরীরে মারাত্মক জখমসহ দুইচোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই ঘটনায় পাহাড়তলী থানায় শনিবার লিখিত অভিযোগ করার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলীর জহুর আহমদ চৌধুরী বাড়ির মৃত এস্কান্দরের ছেলে যথাক্রমে খালেদুর রহমান টিটু (৩৬), তার ছেলে মো. খালেদ ইবনে রাকিব ও মো. সাকিব (১৮) দীর্ঘদিন ধরে সদ্য সাবেক প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদে মঞ্জুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং প্রকাশ্যে স্থানীয় আড্ডায় নানান বিতর্কিত মন্তব্য করে আসছিল।  এসব বিষয় নিয়ে প্রায়শ স্থানীয় আড্ডায় আলোচনার প্রেক্ষিতে এবং এসব আলোচনায় স্থানীয় কাউন্সিলরসহ হামলার শিকার স্থানীয় মৃত শহীদুল্লাহ চৌধুরীর (সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ভাই) ছেলে সাইদুর রহমান পুতুলের নাম উল্লেখ করে সমালোচনা করায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল।সর্বশেষ গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে এসব বিষয়ে নিয়ে সামনাসামনি আবারো আলোচনা করে আসামিরা। তখন সেখানে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পুতুলসহ আরো কয়েকজন স্থানীয় বয়স্ক ব্যাক্তি।এসময় স্থানীয়রা এসব বিতর্কিত বিষয় এবং কাউন্সিলরসহ অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য না করার জন্য অনুরোধ করে। কিন্তু আসামিরা সমালোচনার মাত্রা বাড়িয়ে দিয়ে নানান কটু কথা বলতে শুরু করে।এসময় স্থানীয়রা উপস্থিত পুতুলসহ প্রতিবাদ করে এবং এসব রাজনৈতিক গ্রুপিং ও বিতর্কিত বিষয় নিয়ে কথা না বলতে অনুরোধ করে চলে যায়।এরপর সন্ধ্যা ৬ টার দিকে সাইদুর রহমান পুতুল জুহুর আহমদ চৌধুরী বাড়ির সামনের মাঠে অন্যদের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন।এমন সময় পেছন দিক থেকে অতর্কিতভাবে আসামিরা পুতুলের উপর হামলা করে। প্রথমে ধারালো ছুড়ি দিয়ে পুতুলের পেছনে আঘাত করা হয়।  এরপর হাতের সব আঙ্গুলে লাগানো লোহার ফ্রেম (হ্যান্ড হায়রণ মেটাল) যুক্ত হাত দিয়ে দুইচোখে ঘুঁষি মারতে থাকে।  এতে পুতুলের দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  পেছনে ছুরির আঘাতে মারাত্মক জখম হয়।  এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এই ঘটনায় পাহাড়তলী থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই হামলাকারিরা পলাতক রয়েছেন।এই বিষয়ে জানতে আসামিদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান পুতুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আকবরশাহ থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের সদস্য ড. নিছার উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, মো. হাবিবুর রহমান ও মো. গিয়াস উদ্দিন জুয়েলসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।