ইংরেজীতে দক্ষতা বৃদ্ধিতে সীতাকুণ্ডে মহসিন-ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের অনন্য আয়োজন

ইংরেজীতে দক্ষতা বৃদ্ধিতে সীতাকুণ্ডে মহসিন-ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের অনন্য আয়োজন
ইংরেজীতে দক্ষতা বৃদ্ধিতে সীতাকুণ্ডে মহসিন-ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের অনন্য আয়োজন

পোস্টকার্ড ডেস্ক ।।

শিক্ষার্থীরা যেন সহজবোধ্য ইংরেজী শিখতে, বলতে, শুনতে ও লিখতে পারেন এজন্য অনন্য এক উদ্যোগ নিয়েছেন সীতাকুণ্ডের সবাজসেবামূলক সংগঠন মহসিন-ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন।

সংগঠনটি স্কুল-কলেজের বাছাইকৃত ছাত্রছাত্রীদের নিয়ে চালু করেছে ২ মাস ব্যাপী স্পোকেন ইংলিশ কোর্স। যেখানে বিনামূল্যে সীতাকুণ্ডের শিক্ষার্থীরা শিখতে পারবেন সহজবোধ্য ইংরেজী।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা এগারোটায় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মাস ব্যাপী স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

এতে সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। কোর্সে শিক্ষক হিসেবে কাজ করছেন ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ট্রায়’ এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ইউসুফ।

সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী ক্লাস ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মুসা, যুবাইদিয়া ইসলামীয়া মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, সীতাকুণ্ড গার্লস কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক প্রবীর নন্দি, শিক্ষক মিজানুর রহমান ইউসুফ, মহসিন-ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নুরউদ্দিন লিটন, মো. জাহিদ হোসেন, একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার এম কে মনির।

সংগঠনটির সভাপতি কাউচার আহমেদ সরোয়ারীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বিষয়ক সম্পাদিকা মোহছেনা মিনা ও অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইংরেজী আন্তর্জাতিক ভাষা হলেও এটি আমাদের দ্বিতীয় ভাষা। ভালো ফলাফল করতে হলে যেমনি ভালো ইংরেজি জানা প্রয়োজন তেমনি ভালো চাকরি পেতে হলেও ইংরেজির বিকল্প নেই। এককথায় ইংরেজীর গুরুত্ব অপরিসীম। তবে আমাদের শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়াতে হবে। বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। ফলে তারা তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলছে। একটা সময়ে আপসোস করা ছাড়া আর কিছুই থাকে না।

বক্তারা আরও বলেন, জীবনে সফল হতে হলে এখন ইংরেজী হাতিয়ার হতে পারে। যে শিক্ষার্থী ভালো ইংরেজি জানেন তাকে কেউ ঠেকানোর নেই। প্রত্যেকটি স্তরে ইংরেজি জানা অত্যাবশক। এমএফজেএফ নামে সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় ৷ সীতাকুণ্ডের শিক্ষার্থীরা খুব সহজে বিনামূল্যে ইংরেজী শিখতে পারবেন ঘরের কাছেই। যেখানে ইংরেজী কোর্স শিখতে অনেক সময় ও শ্রম ব্যয় করে শহরে যেতে হয়, গুণতে হয় অনেক টাকা৷ সেখানে এমএফজেএফ এর এমন উদ্যোগ অসাধারণ। শিক্ষার্থীদের উচিত এ সুযোগ গ্রহণ করা।

কোর্সের শিক্ষক মিজানুর রহমান ইউসুফ বলেন, ভালো ইংরেজী জানলে ভালো ফলাফলের পাশাপাশি খুব সহজেই পরিচিত-অপরিচিত যে কারো সাথে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা যায়। জ্ঞানের পরিধি সহজেই বাড়ানো যায়। যা আমাদের মানসম্মত জীবনযাত্রা তৈরি করতে বহুমুখী ভূমিকা রাখে ৷

মহসিন-ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আহমেদ আরমান সিদ্দিকী বলেন, আমরা চেষ্টা করছি সীতাকুণ্ডের শিক্ষার্থীদের জন্য কিছু করার ৷ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের শিক্ষার্থীদের ইংরেজীর কী নাজুক অবস্থা। যা নিয়ে শিক্ষকরাও উদ্বিগ্ন। চিন্তা করলাম শিক্ষার্থীদের সহজে ইংরেজী শেখানোর সুযোগ তৈরি করা দরকার৷ তাই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, এছাড়াও সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতে নিয়েছি একগুচ্ছ পরিকল্পনা। এর মধ্যে স্পোকেন ইংলিশ, ক্লিন সীতাকুণ্ড, বিডি এ্যাপস, রোড় টু লাইট, বৃক্ষরোপণ, কৃষি বীজ বিতরণ, সিভি রাইটিং ও মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অন্যতম।

এর আগে মহসিন-ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন উপজেলাব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, গুলিয়াখালী ও পতেঙ্গা সমুদ্র সৈকত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করলে সীতাকুণ্ডবাসীর নজরে আসে ।

সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে গত এক বছরে পরিবেশ রক্ষা, যুব সমাজের উন্নয়ন, নারীদের স্বাবলম্বি ও সমাজের উন্নতির লক্ষে প্রায় ২৭টি কর্মসূচি বাস্তবায়ন এবং দুইটি আন্তর্জাতিক পুরস্কার ( মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার এবং সাউথ এশিয়া বিজনেস ও লিডারশীপ এওয়ার্ড )  পেয়েছে । 

খালেদ / পোস্টকার্ড ;