আমনের বাম্পার ফলন রাঙামাটিতে

রাঙামাটি প্রতিনিধি ।।

আমনের বাম্পার ফলন রাঙামাটিতে

চলতি মৌসুমে রাঙামাটি জেলায় ৯ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগের হিসেবে এবার আমনের বাম্পার ফলন হয়েছে।

তথ্যসংশ্লিষ্ট সূত্রের কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা জানিয়েছে, চলতি মৌসুমে রাঙামাটি জেলার ১০ উপজেলায় প্রায় ৯ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

উপজেলাগুলোর মধ্যে সবচে বেশি ধান আবাদ হয় বাঘাইছড়ি , লংগদু, রাজস্থলীতে। ইতোমধ্যে কিছু কিছু জমিতে কৃষকরা ধান কাটা শুরু করেছে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা সদরসহ ১০ উপজেলায় কৃষি অফিসের কর্মকর্তারা চাষীদের পরামর্শ প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে।