আমি কি চোর, মাঠে কি আমি চুরি করি ? - প্রশ্ন মাশরাফির

আমি কি চোর, মাঠে কি আমি চুরি করি ? - প্রশ্ন মাশরাফির
আমি কি চোর, মাঠে কি কি চুরি করি:মাশরাফি

ক্রীড়া ডেস্ক।।

কবে অবসর নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা , তা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। অবশ্য নড়াইল এক্সপ্রেস এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়ক হিসেবে যে তাঁর শেষ সিরিজ, কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তা জানিয়ে দিয়েছেন।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও মাশরাফি অবসর প্রসঙ্গ উঠে আসে। তা ছাড়া পারফর্ম করতে না পারাটা আত্মসম্মানের ব্যাপার কি না, এমন এক প্রাশ্নে উত্তেজিত হয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক।

এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর। খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান এসব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি হচ্ছে, তাদের লজ্জা নাই— আমি মাঠে এসে উইকেট না পেলে লজ্জা লাগবে। আমি কি চোর?’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি, যে লজ্জা পেতে হবে। আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দেবে। ব্যাপারটি সিম্পল। কিন্তু লজ্জা-আত্মসম্মানবোধ আমি কার সঙ্গে দেখাতে যাব। আমি তো বাংলাদেশের হয়ে খেলছি।’

বাংলাদেশের বিপক্ষে নন উল্লেখ করে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের মানুষ। এখন যে কেউ পারফর্ম নাই করতে পারে। তার যদি ডিসিপ্লিন না থাকে, ডেডিকেশন না থাকে, তা নিয়ে প্রশ্ন হতে পারে। সামলোচনা হতেই পারে। কথা যখন আসে লজ্জা বা আত্মসম্মানের তখন আমার প্রশ্ন থাকে।’

এদিকে কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছিলেন, ‘মাশরাফি এই (সিরিজে থাকছে অবশ্যই। যদি ফিট থাকে জিম্বাবুয়ের বিপক্ষে সে খেলবে। তবে খুব দ্রুতই আমরা একটা সিদ্ধান্ত নেব। আগামী ওয়ানডে বিশ্বকাপের দল ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। খুব বেশি সময় নেই আমাদের হাতে। খুব দ্রুত করে ফেলব। আমার মনে হয় এক মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিতে পারব। এই সিরিজ পর্যন্ত অপেক্ষা করছি, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাশরাফির অবসরের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘অবসরের সিদ্ধান্ত একজন খেলোয়াড়ের একেবারেই ব্যক্তিগত। মাশরাফি ভবিষ্যতেও খেলতে পারে। আমরা দলের অধিনায়কত্ব নিয়ে ভাবছি। যদি অন্য কাউকে অধিনায়ক ঘোষণা করা হয়, তখন খেলোয়াড় হিসেবে সে থাকতেও পারে। এতে কারো বাধা নেই। মাসখানেকের মধ্যে অধিনায়কত্বের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলব।’

মাশরাফির প্রশংসা করে বিসিবি সভাপতি আরো বলেন, ‘অধিনায়ক মাশরাফির বিকল্প নেই। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদান অস্বীকার করার উপায় নেই। ওর নেতৃত্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে সে কত দিন খেলবে। অনেক বিষয় জড়িয়ে আছে এখানে।’