আজ আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ঘোষণা

আজ আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ঘোষণা
আজ আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ঘোষণা

শিক্ষাঙ্গন ডেস্ক ।।

সারাবিশ্বেই দিনদিন করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হচ্ছে। বাংলাদেশেও প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি দীর্ঘ করার কথা ভাবছে সরকার।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের এই ছুটি বাড়ানোর ব্যাপারে একসঙ্গে কাজ করছে দুটো মন্ত্রণালয়- শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নির্ভরযোগ্য একটি সূত্রের খবর, আজ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা আসছে। এই ছুটি ঈদুল ফিতর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানও পড়বে। তবে ৪ এপ্রিলের পর কী হবে সে ব্যাপারে করণীয় ঠিক করতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যা সিদ্ধান্ত আসে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’