আ. লীগের আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, চট্টগ্রাম থেকে কে কে যুক্ত হচ্ছেন

আ. লীগের আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, চট্টগ্রাম থেকে কে কে যুক্ত হচ্ছেন

পোস্টকার্ড ডেস্ক ।।

আজ ঘোষণা করা হবে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি । তাই চট্টগ্রামে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এনিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ৮১ সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন পদে ৪২ জনের নাম সম্মেলনে ঘোষণা করা হয়। বাকি ৩৯টি পদে নাম ঘোষণা করা হবে আজ। ঘোষিত কমিটিতে একেবারেই নতুন আছে মাত্র দুইজন। আর পদোন্নতি পেয়েছেন আটজন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রামের দুইজন আছেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রচার সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম সম্পাদক হয়েছেন। উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া পদোন্নতি পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন। কিন্তু নাম আসেনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সদস্য ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম। এছাড়া সম্মেলনের আগে চট্টগ্রামের তৃণমূলের নেতাদের কাছে কিছু নতুন মুখ আলোচনায় ছিল। তাদের মধ্যে রয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন।

আওয়ামী লীগের সম্মেলনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, যাদের মন্ত্রীত্ব আছে তাদেরকে দলীয় পদে না রাখার চেষ্টা করা হয়েছে। যদি এই নীতিতে অটল থাকে তাহলে চট্টগ্রামের দুই মন্ত্রীর নাম কমিটিতে না আসার সম্ভাবনাই বেশি। তবে তৃণমূলের নেতাদের আলোচনায় একটি বিষয় উঠে এসেছে। মন্ত্রীত্ব আছেন এমন অনেকেইতো কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার মত চট্টগ্রামে আরো যোগ্য নেতা আছেন। তাদের মাঝ থেকেও একাধিক নেতা বেছে নিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব।