অপেক্ষা - মোহাম্মদ রিদওয়ান

অপেক্ষা - মোহাম্মদ রিদওয়ান

অপেক্ষা
মোহাম্মদ রিদওয়ান

অপেক্ষার অন্ত নেই যেন.....
চলে অবিরাম অনন্তকাল অসহ্য যন্ত্রণায়
দিন যেন মাসের সমান, এ অপেক্ষা কেবলই তার।
অপেক্ষা পোড়ায়না আজীবন, ভাটা পড়ে তার তেজে
অপেক্ষা তাই সাহস যোগায় কষ্ট ঘুচে নতুন সাজে।
জীবন হয় স্হির সবকিছু মিলেমিশে একাকার
তবু্ও অপেক্ষা তার, যেন স্বেচ্ছাবরন যন্ত্রণার
কি এক অমৃত অনুভূতি অপেক্ষার।
আমৃত্যু অপেক্ষা সান্নিধ্যে যাবার, দূর থেকে দেখার
হিসেব মিলেনা কেবলই পঞ্জিকার পাতাগুনা।
অপেক্ষা মায়াবী ডাকের, মধুর বারণের
সবার ভীড়ে সবার অলক্ষ্যে এক পলকের
অপেক্ষা পূর্ণতার যেন পূন্যতায়।
ফেলে আসা শৈশবের বেভুল দিনগুলো
যৌবনপোড়া জীবনের সেই অতৃপ্ত বাসনা
অপেক্ষা সেসব দিনের অপেক্ষা কেবলই তার।
এ অপেক্ষা অলক্ষুণে সম্ভাবনার নয়, অদৃশ্য মিলনের,
এ অপেক্ষা কেবলই তার কাছে যাবার
দূর থেকে দেখার
যেমনি অপেক্ষায় নিয়ত অপেক্ষমান পৃথিবীর সবাই।

লেখক. ব্যাংকার , সমাজকর্মী ।