সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু, রোগী দেখা হবে সপ্তাহে দুইদিন

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু, রোগী দেখা হবে সপ্তাহে দুইদিন
সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু, রোগী দেখা হবে সপ্তাহে দুইদিন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ মোহাম্মদ সাদমান, গাইনি এন্ড অবস বিশেষজ্ঞ ডাক্তার খদিজা আক্তার পান্না, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্নি বড়ুয়া, সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন বলেন, সপ্তাহে দুই থেকে তিনদিন বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত সাধারণ জনগণ সরকারি হাসপাতালে এ সেবা পাবেন। মেডিকেল অফিসার ২০০ টাকা, বিশেষজ্ঞ চিকিৎসক ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়। এর থেকে সরকারি ফান্ডে অর্ধেক টাকা জমা হবে। জনগণের আর্থিক খরচ কমাতে এ সেবা প্রদান। মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বৈকালিক স্বাস্থ্যসেবা। বিশেষ করে এ সেবায় জনগণ দীর্ঘমেয়াদি সুফল পাবেন। জনগণ সরকারী হাসপাতালমুখী হবে। এতে চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন। এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

উল্লেখ্য, ২য় পর্যায়ে গত ১৩ জুন পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হয়।

খালেদ / পোস্টকার্ড;