সীতাকুন্ডে আবারো তথ্য প্রযুক্তি আইনে মামলা, আসামী পলাতক

সীতাকুন্ডে আবারো তথ্য প্রযুক্তি আইনে মামলা, আসামী পলাতক
সীতাকুন্ডে আবারো তথ্য প্রযুক্তি আইনে মামলা, আসামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড ।।

সীতাকুন্ডে তথ্য প্রযুক্তি আইনে মামলায় কারাবরনের পর আসামীদের বিরুদ্ধে আবারো নতুন মামলা করা দায়ের হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী মামলা টি দায়ের করা হয় সীতাকুন্ড মডেল থানায়। মামলার আসামী আদালত খান পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, পৌরসদরের শেখ পাড়ার সুনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব বদিউল আলম জসিম উদ্দিনের নামে আদালত খান নিজের পেইজ আইডি তে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ন লেখা-লেখির মাধ্যমে জনসম্মুখে উপস্থাপন করে। এ ঘটনায় গত বছর থানার  প্রেক্ষিতে পেইজ আইডি ব্যবহারকারীকে প্রেফতারের পর জেল হাজতে প্রেরন করে পুলিশ। প্রায় ১ মাস কারাবরনের পর পূনরায় একইভাবে পেইজে নানা অশালীন লেখনির মাধ্যমে মানহানির আশ্রয় গ্রহন করে। পরে এসব ঘটনায় আবারো থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান মামলার বাদি বদিউল আলম জসিম।

তিনি বলেন,‘ সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় পতিপন্ন করতে আদালত খান নামের এক ব্যাক্তি নিজস্ব পেইজ আইডি হতে আমাকে নিয়ে মানহানিকর পোষ্ট দিতে থাকে। গত এক বছর পূর্বে এ ধরনের ঘটনায় কারাবারন করে ছিল। এখন একইভাবে মানহানির চেষ্টা অব্যহত রেখেছে। এ ঘটনায় নতুন করে তথ্য পযুক্তি মামলা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. মামুন বলেন,‘ আসামী পলাতক থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যে কোনো প্রচেষ্টায় আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান তিনি।