সীতাকুণ্ডের কুয়েত প্রবাসী বেলালের লাশ মৃত্যুর ১২ দিন পর দেশে এসেছে , দাফন সম্পন্ন

সীতাকুণ্ডের কুয়েত প্রবাসী বেলালের লাশ মৃত্যুর ১২ দিন পর দেশে এসেছে , দাফন সম্পন্ন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

কুয়েত প্রবাসী সীতাকুণ্ডের বেলালের লাশ মৃত্যুর ১২ দিন পর দেশে এসেছে । বেলালের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

চলতি মাসের (৮ নভেম্বর) বৃহস্পতিবার কুয়েত সময় বিকাল ৫টায় এক মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয় বেলালের। বেলাল উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের খাদেমপাড়া গ্রামের মোহাম্মদ আবদুর রহমানের পুত্র। মাত্র ৪ মাস আগে পরিবার-পরিজনের সাথে শেষ দেখা করে কুয়েতে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ বেলাল (৩৮)।

নিহত বেলাল কুয়েতে ছোট খাটো একটা কন্ট্রাক্টারী কাজ করতেন, তার প্রতিষ্টানের বেশ কয়েকজন লেবারও ছিলেন, ঘটনার দিন একটা বিল্ডিং এর উপরে থাই গ্লাসের কাজ চলছিল। নিচে সিড়িতে দাড়াঁনো ছিলেন বেলাল। এসময় উপর থেকে একটি থাই গ্লাস বেলালের মাথায় পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরের একটি ফ্রাইটে বেলালের মরদেহ বাড়িতে পৌছলে তার লাশ দেখতে শত শত মানুষ ভীড় করেন। বাদে যোহর ভাটিয়ারীর মাদামবিবির হাট হযরত শাহজাহানী শাহ (রহ.) মাজার মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।