সীতাকুণ্ডে পেট্রোল বোমা নিক্ষেপ ঘটনায় মামলা, আসামী ২২৪ জন

সীতাকুণ্ডে পেট্রোল বোমা নিক্ষেপ ঘটনায় মামলা, আসামী  ২২৪ জন
সীতাকুণ্ডে পেট্রোল বোমা নিক্ষেপ ঘটনায় মামলা, আসামী ২২৪ জন

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডে চলন্ত লরিতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছেন লরিটির সুপারভাইজার মিনার উদ্দিন।

বুধবার রাত সোয়া ১১টার দিকে করা এ মামলায় ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাতপরিচয়ের আরও ২০০ জনকে আসামি করা হয়েছে ।

পুড়ে যাওয়া লরিটি সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের ব্যবসায়ী প্রতিষ্ঠান দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স (ডিএবি) পরিচালিত । এই ঘটনায় লরিচালক দগ্ধ এবং সুপারভাইজার সামান্য আহত হন ।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, লরি পুড়িয়ে দেওয়ার ঘটনায় লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ২২৪ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে । গতকাল রাতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখনো গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান তিনি ।

অন্যদিকে আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের সিটিগেট পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের কোথাও অবরোধকারী ব্যক্তিদের দেখা যায়নি।

খালেদ / পোস্টকার্ড ;