সীতাকুণ্ডে শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকার করায় যুবকের বিরুদ্ধে মামলা , গ্রেফতার ১ 

সীতাকুণ্ডে শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকার করায় যুবকের বিরুদ্ধে মামলা , গ্রেফতার ১ 

সীতাকুণ্ড সংবাদদদাতা ।।

প্রায় পাঁচ মাস ধরে বিয়ের প্রলোভনে দেখিয়ে শারীরিক সম্পর্কের পর এখন বিয়ে করতে অস্বীকার করায় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে মোছাম্মৎ সীমা আক্তারের (২৪) নামের এক যুবতী। আজ শনিবার (১৮ জুলাই) সীতাকুণ্ড থানায় এ সংক্রান্তে  মামলাটি করা হয়েছে। অভিযুক্ত ইয়াছিন আরাফাত খোকন (২২) নামের এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের ফারসি আহাম্মদের ছেলে ইয়াছিন আরাফাত খোকন (২২) একই এলাকার শামছুল আলমের বাড়িতে যাতায়াতের সুযোগে তার মেয়ে মোছাম্মৎ সীমা আক্তারের (২৪) সাথে ৬/৭ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে বাসায় কেউ না থাকলেই সে এসে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এক পর্যায়ে সীমা অসুস্থ হয়ে পড়লে গত ১৫ জুলাই আল্ট্রাসনোগ্রাফী  রিপোর্টে সে ৫ মাসের গর্ভবতী বলে ধরা পড়ে। এরপর তাকে পুনরায় বিয়ের জন্য যোগাযোগ করলেও খোকন এড়িয়ে যায়। বাধ্য হয়ে আজ শনিবার দুপুরে সীমা বাদী হয়ে  খোকনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা  দায়ের করে।