সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৩

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৩
সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৩

সীতাকুণ্ডে সোনাইছড়ি উপকূলীয় এলাকায় অবস্থিত জিরি সুবেদার নামে একটি শিপব্রেকিং ইয়ার্ডে পরাতন জাহাজে দুর্ঘটনায় অন্তত ২ জন শ্রমিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার আউলিয়া ফুলতলা গ্রামে পুরাতন জাহাজে উঠতে গিয়ে উপর থেকে নীচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ২জন হলেন আমিনুল ইসলাম (৫০) ও তুষার চাকমা (২৩)।

আহতরা হলেন নাসিরুদ্দিন (৬০) শরিফ (৩০), রান দায়াল (৪০), রিমন (২৪), বনজয় ত্রিপুরা (২৮), আমিনুল (৫০), সুরান ত্রিপুরা (৪৩), অনিক ত্রিপুরা (২০), শ্রাবণ (২৫) সঞ্জয় (২৫), জগদীশ (২৫), রতন (৩০) ও ফারুক (২৫)

ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তদন্ত শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান শনিবার সন্ধ্যা দিকে বার আউলিয়া ফুলতলায জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে কয়েকজন শ্রমিক একটি পুরাতন জাহাজের ঝুলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠার সময কোপ্পা (লোহার বড় আংটা) ছিঁড়ে নিচে পড়ে ১২ থেকে ১৫ জন শ্রমিক। এতে ঘটনাস্থলে ২ জন শ্রমিক নিহত ও ১৩ জনের মত আহত হয়েছে ।

আহত-নিহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ দায়িত্বরত পুলিশ ফাঁড়ির কনস্টেবল সুব্রত বডুয়া বলেন, সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড এ দুর্ঘটনায় আহত ৫ জনকে নিয়ে এলে ২ জন মারা যান।  ৩ জনকে শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।

জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের সুপার ভাইজার মোঃ জাফর বলেন, শ্রমিকরা প্রতিদিনের ন্যায় কাজ করার সময় জাহাজ থেকে ওয়ার (মোটা তার) হঠাৎ ছিড়েঁ পড়ে। এসময় বেশ কয়েকজন শ্রমিক গুরুত্বর আহত হয় তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা গেছে শুনেছি।